শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সংসদ নির্বাচন: চৌগাছায় পুলিশের তল্লাশি জোরদার

আরো খবর

শ্যামল দত্ত চৌগাছা (যশোর):আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের চৌগাছা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় রবিবার (১২ জানুয়ারি) চৌগাছা উপজেলার বিভিন্ন মোড়ে থানা পুলিশের উদ্যোগে বিশেষ চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি করা হয়। এ সময় সড়কে চলাচলকারী ছোট-বড় সব ধরনের যানবাহন তল্লাশির আওতায় আনা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং অবৈধ অস্ত্র, নেশাদ্রব্য কিংবা সন্দেহজনক কোনো বস্তু বহন রোধ করতেই এ চেকিং কার্যক্রম জোরদার করা হয়েছে।
চেকিং কার্যক্রমে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) নুরুল আমিন, থানার উপ-পরিদর্শক অভিজিৎ কুমার সিংহ, এস আই মিজানুর রহমান, এস আই শারমিন সুলতানা, এস আই রাজু, এ এস আই কাজল কুমার দাস, এএসআই গোলাম কিবরিয়া, এএসআই শান্ত, এএস আই মিরাজ, এএসআই হাসানুর,এএসআই আব্দুর রহমান শান্ত, এএসআই গোলাম কিবরিয়া।

 

এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধ করাই আমাদের মূল লক্ষ্য। এ ধরনের চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম নির্বাচনকালীন সময়জুড়ে অব্যাহত থাকবে।” তিনি আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণকে পুলিশের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানান।

আরো পড়ুন

সর্বশেষ