শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সকল দলের অংশগ্রহণে নির্বাচন করতে নির্বাচন কমিশন দায়বদ্ধ’-চৌগাছায় নির্বাচন কমিশনার

আরো খবর

 

চৌগাছাপ্রতিনিধি:
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, সকল দলের অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা নির্বাচন কমিশনের পবিত্র দায়িত্ব। এ দায়িত্ব পালন করতে কমিশন জনগণের কাছে দায়বদ্ধ। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ নিরপেক্ষ ভোট গ্রহণ করতে আইনানুুযায়ী সব পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন।

তিনি বৃহস্পতিবার (১৯ মে) যশোরের চৌগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি বলেন, স্মার্ট জাতীয় পরিচয়পত্র ব্যবহারের মাধ্যমে ইভিএম-এ ভোটগ্রহণ করা হলে কারচুপির কোনো সুযোগ থাকবেনা।

উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের বিশেষভাবে সম্মানিত করে তিনি বলেন, মুক্তিযোদ্ধারা এই দেশ স্বাধীন করেছিলেন বলেই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে পরিবারের সকল মায়া মমতা ত্যাগ করে জীবন বাজি রেখে যুদ্ধ করে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন বলেই আজ আমরা স্মার্ট জাতীয় পরিচপত্রের সুবিধা ভোগ করতে পারছি।

প্রধান অতিথি আরও বলেন, চৌগাছার ধুলাবালি গায়ে মেখে আমি বড় হয়েছি। এ অঞ্চলের মানুষের আস্থা অর্জন করার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব।

বক্তৃতা শেষে প্রধান অতিথি দুইজন মুক্তিযোদ্ধাসহ কয়েকজনের মধ্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করে উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ নির্বাচন কমিশনের আঞ্চলিক পরিচালক ইউনুচ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইন, জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা চেয়ারম্যান ড. মুস্তানিছুর রহমান, পৌর মেয়র নুর উদ্দীন আল মামুন হিমেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমান, সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরীসহ ১১টি ইউনিয়নের চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, সাংবাদকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ