শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সড়ক দুর্ঘটনায়যশোরে জেলা ছাত্রদলের নেতা নিহত 

আরো খবর

নিজস্ব প্রতিনিধি:
যশোর-বেনাপোল মহাসড়কের কীর্তিপুর মোড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন যশোর জেলা ছাত্রদলের সহ ধর্ম বিষয়ক সম্পাদক নাজমুস সাকিব। শুক্রবার রাতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।
নাজমুস সাকিব যশোর জেলা ছাত্রদলের জনপ্রিয় নেতা ছিলেন। তার কর্মদক্ষতা এবং আচরণের জন্য তিনি সহযোদ্ধা ও স্থানীয়দের মাঝে অত্যন্ত প্রিয় ছিলেন। তার অকাল মৃত্যুর খবরে যশোর জেলা ছাত্রদল এবং স্থানীয় রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
ছাত্রদলের পক্ষ থেকে এক শোকবার্তায় সাকিবের আত্মার শান্তি কামনা করা হয়েছে এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। সাকিবের মৃত্যুতে যশোর জেলা ছাত্রদল এক অমূল্য সংগঠককে হারালো বলে জানিয়েছে সংগঠনটির নেতারা। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরো পড়ুন

সর্বশেষ