মণিরামপুর প্রতিনিধি: যশোর মণিরামপুর উপজেলা উওর ভরতপুর গ্রামের আরাফাত সরদারের প্রমের ফাঁদে পড়ে ডলি খাতুন নামে এক যুবতি অন্তত্ত্বা হয়েছে এল খবর পাওয়া গেছে। শনিবার বিকাল ৪ টার দিকে ওই যুবতি সন্তানের পিতৃ পরিচয়ের দাবিতে ছেলের বাড়িতে অনশন করে ।
স্থানীয় সুত্রে জানা যায়, গত কয়েক দিন যাবত এই নারী আরাফাতের বাড়িতে এসে তার গর্ভে থাকা সন্তানের কথা বলেন। এ নিয়ে আরাফাতের বাড়িতে শুক্রবার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় জনপ্রতিনিধি একটি বৈঠক করেন। সেখানে কোনো সমাধান করতে পারেননি জনপ্রতিনিধিরা।
ওই যুবতি দাবি করেন,আরাফাত আর তিনি রাজারহাটে একই বিস্কুট ফ্যাক্টারিতে কর্মরত ছিলেন, সেখানে আরাফাত তাকে প্রেমের প্রস্তাব দেয়। একপর্যায় তাকে বিশ্বাস করে ভালবেসে ফেলি।
আরাফাত আমাকে বিবাহ করার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন জায়গায় স্বামী স্ত্রী পরিচয় দিয়ে একাধিক রাত্রি যাপন করে।তারাই ফলে তিনি এখন অন্তসত্ত্বা। তিনি বলেন,নওয়াপাড়া ডায়াগনস্টিক সেন্টারে আল্টাসনা রিপোর্ট করিয়ে যানতে পারি আমি ৩৯ দিনের অন্তঃসত্ত্বা। তিনি আরাফাতের সন্তানের পিতৃত্বের স্বীকৃতি চান। এ বিষয়ে আরাফাত রহমান এর চাচা বলেন, স্থানীয় জনপ্রতিনিধিগণ সালিশ করছে তারা যে সিদ্ধান্ত দিবে আমার পরিবার তাই মেনে নিবে। এদিকে ডলির আল্টাসনা রিপোর্ট নিয়ে প্রশ্ন উঠেছে।
সর্বশেষ মণিরামপুরের একটি প্যাথলজী থেকে ওই যুবতির আল্টাসনা রিপোর্ট করায় আরাফাত রহমান। সেখানে তার রিপোর্ট নেগেটিভ এসেছে।ঐ যুবতির অভিযোগ মোটা অংকের অর্থের বিনিময়ে ভুল রিপোর্ট দিয়েছে প্যাথলজি।
