শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সন্তান সম্ভবনা করে দেওয়ার কথা বলে তাবিজ কবজ: অতপর গৃহবধূর স্বর্ণালংকার নিয়ে চম্পট

আরো খবর

বিশেষ প্রতিনিধি:তাবিজ কবজ ও ভারন এর মাধ্যমে সন্তানের সম্ভবনা করে দেওয়ার কথা বলে জুয়েল (ইদ্রিস) নামে এক প্রতারক কবিরাজ ফকির মোসাঃ হোসনেআরা মুক্তি নামে এক গৃহবধূর ঘরে ঢুকে ২ভরি স্বর্ণের ও ১ ভরি রুপার গহনা পানিতে ভিজিয়ে নকল গহনা দিয়ে আসল গহনা নিয়ে পালিয়েছে। এ ঘটনায় কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি যশোর শহরের চাঁচড়া রায়পাড়া মাদ্রাসা রোড এলাকার হুমায়ূন কবিরের স্ত্রী মোছাঃ হোসনেআরার ঘরে।

গৃহবধূ অভিযোগে উল্লেখ করেন, উক্ত জুয়েল (ইদ্রিস) কথিত কবিরাজ বাদির এলাকায় কয়েকজন মাতার সন্তান না হওয়ার বিষয়টি জানতে পেরে রেলগেট রায়পাড়ার গৃহবধূ কুলসুম বেগম, শেফালী, অমেদ আলীর স্ত্রী,নুর হোসেন, মুন্না গনের মাধ্যমে তাদেরকে তাবিজ কবজ ও ভারণ এর মাধ্যমে সন্তানের সম্ভবনা করে দিবে। পরবর্তীতে বাদি জানতে পেরে জুয়েল (ইদ্রিস)কে গত ১২ অক্টোবর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় বাদির বাড়িতে কথিত ওই কবিরাজকে নিয়ে আসেন।

বাদির কাজ করে কথিত কবিরাজ জুয়েল চলে যায়। পরবর্তীতে কথিত কবিরাজ ওই দিন বিকেল ৪ টায় বাদির বাড়িতে আসে। এসে বাদির কাছ থেকে ২ভরি স্বর্ণের গহনা ও ১ভরি রুপার গহনা নিয়ে পানিতে ভেজানোর কথা বলে কৌশলে পরিবর্তন করে নেয় এবং বাদিকে বোকা বানিয়ে স্বর্ণালংকার নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। পরে বাদি নকল গহনা দেখতে পেয়ে কথিত কবিরাজ জুয়েল (ইদ্রিস) এর মোবাইল ফোনে ফোন করলে সে আসছে বলে ফোন বন্ধ করে দেয়। পরবর্তীতে বাদি জানতে পারেন কথিত কবিরাজ জুয়েল রেলগেট আবাসিক হোটেল শাহরিয়ায় দীর্ঘ ৬ অবস্থান করেছিল।

আরো পড়ুন

সর্বশেষ