শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সন্ত্রাস মাদকমুক্ত শার্শা গড়তে জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি- মফিকুল হাসান তৃপ্তির

আরো খবর

বেনাপোল প্রতিনিধি:
যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত , সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির নির্বাচনী সমাবেশে লক্ষণপুরে উপচে পড়া জনসমুদ্র সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শার্শার লক্ষণপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত শিকারপুর হাই স্কুল মাঠে এ বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। তৃপ্তির আগমন ঘিরে গোটা এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শার্শার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ দলে দলে যোগ দেন এ সমাবেশে।
প্রধান অতিথির বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানুষের অধিকার ও উন্নয়নের কথা ভেবেই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান—এই জিয়া পরিবারই বাংলাদেশের গণতন্ত্রের রক্ষক।”
তিনি বলেন,“দীর্ঘ ১৫ বছর ধরে দেশে চলছে স্বৈরশাসন। বিএনপির নেতা-কর্মীরা গুম, নির্যাতন ও মিথ্যা মামলার শিকার হলেও জনগণের অধিকার আদায়ের আন্দোলন থেকে কেউ পিছিয়ে যায়নি।”
ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তৃপ্তি ঘোষণা দেন নির্বাচিত হলে শার্শায় কোনো রাস্তা কাঁচা থাকবে না। নারীদের জন্য প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ, বেকার যুবকদের জন্য ভাতা ও চাকরি, কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ এবং শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানো হবে।”
তিনি আরও অঙ্গীকার করেন, “শার্শায় মাদক ও সন্ত্রাসের কোনো স্থান থাকবে না। মাদকমুক্ত শার্শা গড়ে তোলা হবে জিরো টলারেন্স নীতিতে।”
নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তৃপ্তি বলেন,“ঘরে ঘরে যান, জনগণের দোয়া ও ভোট চান ধানের শীষের জন্য।”
সমাবেশ শেষে তিনি মরহুম জালাল উদ্দিনের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, যুবদল নেতা আসাদুজ্জামান আসাদ, মুনতাসিম আজিম সাগর, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাকিবুল হাসান রিপন, আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, কৃষক দলের সদস্য আলমগীর হোসেন টিপু, ছাত্রদল নেতা শাহানুর রহমান শাওন, বিপ্লব মন্ডল, ইনজামামুল হক, ইশতিয়াক আহমেদ শাওন প্রমুখ।

আরো পড়ুন

সর্বশেষ