শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সবার অংশগ্রহনে একটি উন্নত রাষ্ট্র গঠন সম্ভব-ছৌগাছায় স্বরাষ্ট্র সচিব

আরো খবর

ভ্রাম্যমান প্রতিনিধি,চৌগাছা (যশোর):

সবার অংশগ্রহনে একটি উন্নত রাষ্ট্র গঠন সম্ভব। বৈষম্য মুক্ত সমাজ গঠনে বিত্তবানদের অবশ্যই দূর্বলদের পাশে দাড়াতে হবে। স্বপ্রণোদিত হয়ে আর্ত-মানবতার সেবায় নিয়োজিত হওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। ১১ জুলাই শুক্রবার যশোরের চৌগাছায় চৌগাছা সমিতি ঢাকার উদ্যোগে হুইল চেয়ার বিতরণ, একটি বেসরকারি নার্সিং ইনিষ্টিটিউট ও উপজেলা মডেল মসজিদ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি শেলী এ কথা বলেন।

তিনি আরো বলেন, সেচ্ছায় অন্যের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা মানুষের একটি মহৎ গুণ। যারা অন্যের কল্যাণে ও অসহায়দের পাশে দাড়ায় আল্লাহ তাদের পছন্দ করেন।
হুইল চেয়ার বিতরণ উপলক্ষে উপজেলা মিলনায়তনে সংক্ষিপ্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের উপসচিব মাহাবুবুর রহমান মিলনের পরিচালনায় শুভেচ্ছা বর্ক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হুসাইন শওকত, চৌগাছা সমিতি-ঢাকার সাধারণ সম্পাদক নিকডু এর সাবেক পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান, যশোরের পুলিশ সুপার রওনক জাহান, সিভিল সার্জন মাসুদ রানা।

শুভেচ্ছা বক্তৃতায় নির্বাহী কর্মকর্তা ভারত সীমন্তবর্তী চৌগাছা উপজেলাকে মাদক মুক্ত উপজেলা গঠনের জন্য এই উপজেলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি অফিস স্থাপনের দাবি জানান। এছাড়া উন্নয়ন কর্মকান্ডে পিছিয়ে পড়া এই উপজেলার রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মানসহ বিভিন্ন স্থাপনা উন্নয়নের প্রস্তাব করেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি চৌগাছা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান চৌগাছার উন্নয়নের জন্য দলমত নির্বিশেষ সকলের ঐক্য হয়ে কাজ করার আহ্বান করেন।

যশোরের সিভিল সার্জন বলেন, স্বাস্থ্য সেবায় চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাংলাদেশের একটি মডেল। এই মডেল হাসপাতালে জনবল সংকট রয়েছে। যা অন্য যে কোনো হাসাপাতালের তুলনায় খুবই নাজুক অবস্থা। এছাড়া এক শয্যা হাসপাতালের নতুন ভবন নির্মানের পরে জনবল সংকটের কারনে চালু করা সম্ভব হয়নি। বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রনায়লয়ে অবহিত করার জন্য প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করেন।
আলোচনা শেষে উপজেলার প্রায় দুইশতাধিক অসহায় পঙ্গু মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এর পরে উপজেলা সরকারি হাইস্কুল সংলগ্ন কাঁচা বাজেরর দক্ষিণ-পশ্চিম পাশে উপজেলার মডেল মসজিদ স্থাপনের নির্মান কার্যক্রমের ফলক উন্মোচন করেন। ২৮৬৮৫ বর্গফ্টু জায়গায় প্রায় ১৪ লাখ টাকা ব্যায়ে তিনতলা ভবনসহ তিনতলা মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা হবে। সবশেষে একটি বেসরকারি নার্সিং ইনিষ্টিটিউট এর শুভ উদ্বোধন করেন তিনি।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার সহকারি কমিশনার (ভুমি) তাসমিন জাহান, চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমির মাও. গোলাম মোরশেদ, সেক্রেটারী মাও. নুরুজ্জামান, সহকারী সেক্রেটারী ও সাবেক পৌর মেয়র মাস্টার কামাল আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ স্পাদক মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়রসহ স্থানীয় বিএনপি ও জামায়াতের সকল পর্যায়ের নেতা-কর্মী, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা।

 

আরো পড়ুন

সর্বশেষ