মণিরামপুর প্রতিনিধি:আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করেন আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য এস এম ইয়াকুব আলী।
তিনি বুধবার সন্ধ্যায় মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ উন্নয়ন প্রচার-প্রচারণা চালান।
লিফলেট বিতরণকালে এস এম ইয়াকুব আলী বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়িয়েছে। আওয়ামীলীগ সরকার বাংলাদেশের সর্বস্তরের মানুষের মৌলিক চাহিদা তথা খাদ্য, বস্ত্র, বাসস্থান নিশ্চিত করণসহ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প বাস্তবায়ন করেছে।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন সাবেক পৌরসভার কাউন্সিলর গৌর কুমার ঘোষ, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম, সাবেক ছাত্রনেতা সন্দ্বীপ ঘোষ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলন, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আহাদুল করিম, যুগ্ন আহবায়ক ও ইউপি সদস্য ফজলুর রহমান, কাউন্সিলর আইয়ুব পাটোয়ারী, ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলুসহ আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।

