মণিরামপুর প্রতিনিধি: সরকারের উন্নয়ন চিত্র নিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন নেতা-কর্মীরা। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি এস এম ইয়াকুব আলীর পক্ষে শুক্রবার সন্ধ্যায় উপজেলার তেতুলিয়া মোড়, শৈলী বাজার, মদনপুর কলেজ মোড়, মুড়াগাছা বাজার ও স্বরণপুর মোড় এলাকায় নৌকার প্রচার-প্রচারণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক জামাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সদস্য শরিফুল ইসলাম, মাহাবুর রহমান, যুবলীগ নেতা খলিলুর রহমান, শ্রমিকলীগ নেতা ফরিদ আহম্মেদ, ছাত্রলীগ নেতা শাকিল রানা, মারুফ হোসেন নুরনবী প্রমুখ।

