সাতক্ষীরা প্রতিনিধি: ভোমরা স্থলবন্দরে সরিষার খৈলের ভেতর বিশেষ কায়দায় লুকানো তিন ট্রাক শাড়ি থ্রিপিসের চালান জব্দ করেছে বিজিবি। রোববার রাত ৮ টার দিকে সাতক্ষীরার ভোমরা বন্দরের পার্কিং ইয়ার্ড থেকে খৈলের বস্তায় শাড়ি থ্রিপিসের বোঝাই বাংলাদেশী ২টি ট্রাক ও ভারতীয় ১টি পণ্যের ট্রাক জব্দ করে অভিযানিক দল।
জানা যায়, ভোমরা স্থলবন্দরের পার্কিং ইয়ার্ড থেকে যশোরের আমদানিকারক ‘জেবা এন্টারপ্রাইজ’ সরিষার খৈলের বস্তার আঁড়ালে কাগজপত্রবিহীন শুল্কফাঁকির শাড়ি-থ্রিপিস প্রবেশ করায়। গোপন সূত্রে বিজিবির অভিযানে ঢাকা মেট্রো-ট-১৬-৩৬১৩ ও ঢাকা মেট্রো-ট-২২-৫৯০৩ এবং ভারতীয় ডাব্লবি-ডি-৬১৫৭ ৩টি ট্রাক আটক হয়েছে। ধারনা করা হচ্ছে জব্দকৃত মালামালের অনুমানিক ১০ কোটি টাকার অবৈধ পণ্য রয়েছে।
ভোমরা হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ১১৫০ এর সাধারণ সম্পাদক হারুন অর রশীদ এর সহযোগিতায় পার্কিং ইয়ার্ডে ভারতীয় ট্রাক থেকে নামিয়ে দেশীয় ট্রাকে ভর্তি করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিলো এই চক্রটি।
ভোমরা বন্দর সূত্রে জানা গেছে, দীর্ঘদীন ধরে একটি অসাধু চক্র ভোমরা স্থলবন্দরের কতিপয় অসাধু কাস্টমস ও বন্দর কর্মকর্তার সাথে যোগসাজশে বৈধ পণ্য চালানের সাথে ঘোষণা ছাড়াই ভারত হতে অবৈধ পণ্য প্রবেশ করাই। বন্দর, কাস্টমস, শুল্ক গোয়েন্দাদের ম্যানেজ করেই গাড়ি গাড়ি পণ্য শুল্ক ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পণ্য পৌঁছে দিয়ে থাকে এই চক্রটি।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবৎ একটি চক্র সরকারের রাজস্ব ফাঁকি দিতে ভারত থেকে বৈধ পণ্যর সাথে অসাধু কর্মকর্তাদের যোগসাজসে আমদানি নিশিদ্ধ ও অবৈধ পণ্য আমদানি করে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। আর এসব শুল্ক ফাঁকি দিয়ে অসাধু আমদানিকারক ও সিঅ্যান্ডএফ মালিকরা রাতারাতি আংগুল ফুলে কলাগাছ বনে যাচ্ছে।
ব্যবসায়ীরা জানান, ভোমরা স্থলবন্দরে কাঁচামাল সিন্ডিকেট শুল্কফাঁকি কারসাজির অন্যতম মাধ্যম। ৫ আগষ্ট পরবর্তী এই বন্দর স্থানীয় একটি সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা শুল্ক ফাঁকি দিয়ে যাচ্ছে। আর এদের দৌরাত্বে বৈধ ব্যবসায়ীরা কোন উপায় না পেয়ে ব্যবসা ঠিকিয়ে রাখতে বাধ্য হয়ে সিন্ডিকেটের দারস্থ হয়ে ব্যবসা পরিচালনা করতে হচ্ছে। লাভ সব সিন্ডিকেটের পকেটে চলে যাচ্ছে। তাছাড়া সিন্ডিকেটের কারসাজিতে অতিরিক্ত ছাড় পাবার কারনে অবৈধ ও শুল্কফাঁকির চক্র এই বন্দরে প্রবেশ করেছে। বিজিবির হাতে আটক এই পণ্যই তার প্রমাণ।
ভোমরা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমা-ার সুবেদার আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত শাড়ি-থ্রিপিসসহ পণ্যভর্তি তিনটি ট্রাক বিজিবির ৩৩ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার এ নিয়ে যাওয়া হয়েছে। যাচাই- বাছাই শেষে মালামালের পরিমাণ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

