শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সর্বাধুনিক প্রযুক্তি ডিজিটাল পিসিআর যুগে যবিপ্রবি

আরো খবর

 যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে অতিথিদের উপস্থিতিতে  কেক ও ফিতা কাটার মাধ্যমে পিসিআর এর সর্বাধুনিক প্রযুক্তি  ডিজিটাল পিসিআর  মঙ্গলবার(QIAcuity Digital PCR System) এর উদ্বোধন করা হয়।

জিনোম সেন্টারের সহযোগী পরিচালক অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ বলেন, “অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয় হিসাবে আমরাই প্রথম এবং আইসিডিডিআরবি এর পরে বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠান হিসাবে এই ডিজিটাল পিসিআর মেশিনটি ইন্সটল করার কৃতিত্ব অর্জন করেছি, যার ফলশ্রুতিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মলিকুলার বায়োলজি গবেষণায় উন্মোচন হল এক নতুন দ্বার”

জিনোম সেন্টারের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো: ইকবাল কবীর জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মো: নাজমুল হাসান,  ইউনিমেড এর এপ্লিকেশন স্পেশালিস্ট ইরফান হোসেন প্রমুখ।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো: ইকবাল কবীর জাহিদ জানান, খুব শীঘ্রই জিনোম সেন্টারের অধীনে চলমান পিসিআর, আর টি পিসিআর এর সাথে ডিজিটাল পিসিআর এরও হাতে-কলমে প্রশিক্ষণ এবং ওয়েবিনার এর আয়োজন করা হবে, যার মাধ্যমে আগ্রহী প্রশিক্ষণার্থীরা এই নতুন টেকনলজি শেখার সু্যোগ পাবে।

এছাড়া অতিথি স্পিকার, কায়াজেন (QIAGEN) এর সিনিয়র সেলস এপ্লিকেশন স্পেশালিস্ট অয়ন দত্ত, পিএইচডি প্রেজেন্টেশনের মাধ্যমে QIAcuity Digital PCR System এর টেকনলজি, এপ্লিকেশন, ওয়ার্কফ্লো সম্পর্কে বিশদ আলোচনা এবং ডেমো এক্সপেরিমেন্ট রান দিয়ে প্রশিক্ষণ দেন।

অনুষ্ঠানে যবিপ্রবির বিভিন্ন  বিভাগের শিক্ষকমন্ডলীসহ আগ্রহী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জিনোম সেন্টারের সহকারী টেকনিক্যাল অফিসার মো. আলী আহসান সেতু।

এই ডিজিটাল পিসিআর মেশিনটি ব্যাবহার করা যাবে, এবসলুট কোয়ান্টিফিকেশন, রেয়ার মিউটেশন ডিটেকশন, কপি নাম্বার ভ্যারিয়েশন এনালাইসিস, জিন এক্সপ্রেশন এনালাইসিস, প্যাথোজেন ডিটেকশন, জিনোটাইপিং, মাইক্রো আরএনএ রিসার্চ, ড্রাগ/এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স মিউটেশন/জিন ডিটেকশন, ক্যান্সার মিউটেশন ডিটেকশনে।

আরো পড়ুন

সর্বশেষ