শার্শা প্রতিনিধি:যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যশোর-১(শার্শা )আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।
সোমবার বেলা ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের ৩৯টি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারি, কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইটার(সিএইসসিপি) এবং স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও কর্মচারীদের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলীর বিরুদ্ধে আনিত অভিযোগ নিয়ে খোলা-মেলা মতবিনিময় করেন।
স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলীর বিরুদ্ধে কি ধরনের অভিযোগ আছে জানতে চাইলে, অভিযোগকারীদের সাথে দূর্ব্যবহার, করোনাকালীন ঝুঁকি ভাতার অনৈতিক ভাগ, করোনাকালীন টিকার কার্যক্রমের ভাতার সিংহভাগ হাতিয়ে নেয়া, অযথা হয়রানী করা, টাকার বিনিময়ে প্রয়োজনীয় কাগজ-পত্রে স্বাক্ষর করা, টিকিট বিক্রির টাকা খরচের স্বচ্ছতা না থাকাসহ বিভিন্ন অভিযোগ করেন।
দন্ত বিভাগের সহকারী ডেন্টাল সার্জন ডাক্তার আবু তাহের বলেন, আউটডোরে টিকিট বিক্রির টাকা কোথায় কিভাবে খরচ হয় তার কোন স্বচ্ছতা নেই। লক্ষণপুর কমিউনিটি ক্লিনিকের সিএইসসিপি শহিদুল ইসলাম বলেন, কাজ না থাকলেও অফিস টাইমের পর স্বাস্থ্য কমপ্লেক্সে অযথা আমাদের ডেকে নিয়ে এসে হয়রানী করা হয়। ডিহি কমিউনিটি ক্লিনিকের সিএইসসিপি সুমন বলেন, করোনাকালীন জন সচেতনতার জন্য সরকারীভাবে মাইকিং করার খরচ ৬৬ হাজার টাকা হজম করেছেন ডাক্তার ইউসুফ আলী। সিনিয়ার স্টাফ নার্স ফারহানা বলেন, করোনাকালীন জীবনের ঝুঁকি নিয়ে ডিউটি করেছি কিন্তু আমাদের ঝুঁকি ভাতার টাকা আজও পাইনি।
স্বাস্থ্য কর্মকর্তার অফিসের পিয়ন রওশনারা বলেন, আমার সাথে এমন দূর্ব্যবহার করেন যা জনসমক্ষে বলা যায়না। করোনা ভ্যাক্সিনেশন কাজে এনজিও ব্রাকের নিয়োগ প্রাপ্ত কামরুন্নাহার রানু বলেন, আমার পারিশ্রমিকের ১২ হাজার টাকার ৬ হাজার টাকা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলীকে দিতে হয়। এমনই ভাবে আরও অভিযোগ করেছেন, বাহাদুরপুর কমিউনিটি ক্লিনিকের সিএইসসিপি সুমন, পুটখালী কমিউনিটি ক্লিনিকের সিএইসসিপি মুক্তা, পাড়ের কায়বা কমিউনিটি ক্লিনিকের সিএইসসিপি নাসরিন সুলতানাসহ আরও অনেকে। তবে সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের কাছে অভিযোগের সন্তোষজনক জবাব দিতে পারেননি স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী।
ডাক্তার ইউসুফ আলীর সভপতিত্বে মাসিক সভায় প্রধান অতিথি শেখ আফিল উদ্দিন এমপি ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল। আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য সালেহ আহম্মদ মিন্টু, ইউপি চেয়ারম্যান কবীর উদ্দীন আহম্মেদ তোতা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন প্রমুখ।

