নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক নেতা মতিনুজ্জামান মিঠুর রুহের মাগফিরাত কামনায় বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বেলা সাড়ে ১১ টায় প্রেসক্লাব ভবনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান এক বার্তায় সংশ্লিষ্ঠ সকলকে দোয়া অনুষ্ঠানে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন। সোমবার ভোর রাতে ঢাকার একটি হাসাপাতালে তিনি ইন্তেকাল করেন।
মঙ্গলবার প্রেসক্লাব চত্বরে তার মরাদেহ আনা হয়। সেখানে রাজনৈতিক,সামাজিকসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। বিকালে তারঁ পৈত্রিক নিবাস কাঠালতলায় জানাজা শেষে কারবালা কবর স্থানে দাফন করা হয়।
মতিনুজ্জামান মিঠু প্রেসক্লাব যশোর ও যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি প্রেসক্লাবের গেল নির্বাচনে বর্তমান সভাপতি জাহিদ হাসন টুকুনের বিপক্ষে সভাপতি পদে নির্বাচন করেন।

