অভয়নগর প্রতিনিধি
সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক পেলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি, দৈনিক লোক সমাজের স্টাফ রির্পোটার ও দৈনিক ইনকিলাব পত্রিকার উপজেলা সংবাদদাতা নজরুল ইসলাম মল্লিক। লোকসমাজের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রকাশক শান্তনু ইসলাম সুমিত তাকে এ সম্মাননা স্মারক প্রদান করেন। তিনি এই সম্মাননা স্মারক পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন নওয়াপাড়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি কামরুল হাসান, সহসভাপতি এস এম মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মোজাফফার আহমেদ, যুগ্ম সম্পাদক সৈয়দ মাসুদ তাজ, সহ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, কোষাধ্যক্ষ মফিজুর রহমান, দফতর সম্পাদক শাহিন হোসেন, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, সাহিত্য প্রকাশনা সম্পাদক আলাউদ্দিন খান হীরা, তথ্য প্রযুক্তি সম্পাদক তারিম আহমেদ ইমন, নির্বাহী সদস্য সেলিম হোসেন, রবিউল ইসলামসহ নেতৃবৃন্দ। এছাড়াও রোটারি ক্লাব অব নওয়াপাড়ার প্রসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন, সম্পাদক আনিসুর রহমান রাজুসহ নেতৃবৃন্দ সম্মাননা স্মারক পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন । সম্মাননা স্মারক পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, মহাসচিব সুমন সরদারসহ নেতৃবৃন্দ।
