নিজস্ব প্রতিবেদক: চলে গেলেন প্রেসকাব যশোরের আরো এক জেষ্ঠ্য সদস্য সাংবাদিক নেতা মতিনুজ্জামান মিঠু। সোমবার ভোর রাতে তিনি ঢাকা একটি হাসপাতালে ইন্তেকাল করেন( ইন্নালিল্লাহে ওয়াইন্না এলাহী রাজেউন) প্রেসকাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান এক শোক বার্তায় তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন।
মঙ্গলবার দুপুর ২ টার পর তাঁর মরাদেহ তাঁর প্রিয় অঙ্গন প্রেসকাব চত্বরে আনা হয়। সেখানে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান প্রেসকাবসহ সাংবাদিক,রাজনৈতিক ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। পরে কাজীপাড়া কাঠাল তলাস্থ জামেমসজিদ চত্বরে বাদ আছর জানাজা শেষে তাঁকে কারবালা কবর স্থনে দাফন করা হয়। প্রেসকাব চত্বরে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড সাবেরুল হক সাবু, জাসদের কেন্দ্রীয় কার্য়করী সদস্য বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা ইকবাল কবির জাহিদ।এসময় অনেককে অশ্রু নিংড়াতে দেখা যায়।

সাংবাদিক মনিুজ্জামান মিঠু এ কণ্যা সন্তানের জনক। কয়েক বছর আগে তাঁর স্ত্রী বিয়োগ হয়। এর পর তিনি নিজেও অসুস্থ হয়ে কয়েক বার হাসপাতালে গিয়েছেন। সর্বশেষ করোনাকালীন এবং গতবছর প্রেসকাব যশোরে নিবর্চনের সময় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ওই সময় তিনি প্রেসকাব নির্বাচনে সভাপতি প্রার্থী ছিলেন। সর্বশেষ তিনি যশোরের সাংবাদিকদের মিলন মেলায় যোগ দেন ১৮ মার্চ। ওই দিন প্রেস কাবের উদ্যোগে নড়াইল রিসোর্টে আয়োজন করা হয়। ওই অনুষ্টানে তিনি তাঁর একমাত্র কণ্যা সন্তানকে নিয়ে যোগ দেন। দেখা হয় পুরনো সহকর্মীদের। গল্প আড্ডায় দিন পার করেন তিনি। পিকনিক থেকে ফিরে এসে পরদিন তিনি প্রেসকাবে অনেক সময় কাটান। প্রেসকাবের উন্নয়ন এবং পরবর্তী পরিকল্পনা নিয়ে নানা কথা বলেন। তখন টের পাওয়া যায়নি মৃত্যু তার দরজায় এসে কড়া নাড়ছে। তার পর ঢাকায় গেলেন আর ফিরলেন লাশ হয়ে। প্রেসকাব যশোরের উন্নয়নে মতিনুজ্জামান মিঠুর গূরুত্বপূর্ণ অবদান রয়েছে। বর্তমান ভবনের গোড়া পত্তন করেন তিনি।
মতিনুজ্জামান মিঠু আজকের কাগজসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক কাগজে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রেসকাব যশোরের ২ বার সম্পাদক এবং যশোর সাংবাদিক ইউনিয়নের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর মৃত্যুতে জেলার সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকাহত পরিবারে প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তাঁর সহকর্মী এবং কাছের মানুষরা।
এদিকে মতিনুজ্জামান মিঠুর মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা ও সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু ও সাধারণ সম্পাদক এইচআর তুহিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম. আইউব ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক প্রজন্ম একাত্তরের সম্পাদক ওহাবুজ্জামান ঝন্টু ও বার্তা সম্পাদক অসীম বোসসহ একাত্তর পরিবার।
আরো শোক প্রকাশ করেছেন যশোর পৌরসভার মেয়র হায়দার গনী খান পলাশ, সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি রবিউল আলম ও জেলা জাসদের সাধারণ সম্পাদক অশোক কুমার রায়।

