শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সাংবাদিক সাইফুল আলম মুকুলের ২৪তম শাহাদতবার্ষিকী পালিত

আরো খবর

 

নিজস্ব প্রতিবেদক :
নানা আয়োজনে যশোরের প্রথিতযশা সাংবাদিক দৈনিক রানার সম্পাদক আর এম সাইফুল আলম মুকুলের ২৪তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে প্রেসক্লাব যশোর থেকে কালোব্যাজ ধারণ করে শোকর‌্যালি, শহরের চারখাম্বার মোড়ে শহীদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, জীবনদর্শন নিয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে বেলা ১১টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে আলোচনাসভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, রাজনীতিকরণের কারণেই এই হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না। দেশে ক্ষমতাসীন সব দলই সাংবাদিক হত্যা মামলার পথকে সংকুচিত করেছে।

সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম. আইউবের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, ব্যাংকার কলাম লেখক ফকির আক্তারুল আলম, প্রেসক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামান মুনির প্রমুখ।

এর আগে সকাল ১০টায় প্রেসক্লাব যশোরে কালোব্যাজ ধারণ করেন সাংবাদিকরা। এরপর শোকর‌্যালির মাধ্যমে শহীদ সাংবাদিক সাইফুল আলম মুকুলের স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা অর্পণ করা হয়। একে একে ফুলেল শ্রদ্ধা জানায় প্রেসক্লাব যশোর, যশোর সংবাদপত্র পরিষদ, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, গ্রামের কাগজ পরিবার, দৈনিক স্পন্দন, বিবর্তন, অনির্বাণ সংসদ, বেজপাড়া টিবি ক্লিনিক কমিউনিটি পুলিশিং ফোরামসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

১৯৯৮ সালের ৩০ আগস্ট রাতে দৈনিক রানার সম্পাদক সাইফুল আলম মুকুল শহর থেকে রিকশাযোগে বেজপাড়ায় নিজ বাসভবনে যাওয়ার পথে চারখাম্বার মোড়ে দুর্বৃত্তদের বোমা হামলায় নিহত হন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ