শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সাংবাদিক হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: জামালপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচারের দাবিতে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার প্রেসক্লাব যশোরের সামনে মুজিব সড়কে এই কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর সাংবাদিক ইউনিয়ন এই মানবন্ধন ও বিক্ষোভের আয়োজন করে।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু,সাধারণ সম্পাদক এইচ আর তুহিন,সাবেক সভাপতি সাজেদ রহমান বকুল, সাবেক সাধারণ সম্পাদক ওহাবুজ্জামান ঝন্টু। এছাড়া যশোর সাংবাদিক ইউনিয়নের কর্মসূচির সাথে একাতœতা প্রকাশ করে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। সমাবেশ থেকে অবিলন্বে সাংবাদিক হত্যাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

আরো পড়ুন

সর্বশেষ