শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মাছ ধরাতে যাওয়াই কাল হল নেপালের

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার তালা উপজেলায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নেপাল বিশ্বাস (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে ।নিহত নেপাল উপজেলার খলিলনগর ইউনিয়নের নলতা গ্রামের উদয় বিশ্বাসের ছেলে।এর আগে গত বৃহস্পতিবার (৪ মে) বিকাল থেকে রাজশাহী জেলার বাঘা উপজেলার আলাইপুর গ্রাম থেকে নিখোঁজ হয় সে । শনিবার (৬ মে) সকালে  নদীতে তার লাশ ভাসতে দেয়ে পুলিশকে জানায় স্থানীয়রা।
  খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু নিহতের পরিবারের বরাত দিয়ে  জানান, কিছুদিন আগে নেপাল তার স্বজনদের সাথে পদ্মা নদীতে মাছ ধরার জন্য যায়।এর পরে গত বৃহস্পতিবার  বিকাল থেকে রাজশাহী জেলার বাঘা উপজেলার আলাইপুর গ্রাম থেকে নিখোঁজ হয় । পরে তার পরিবারের লোকজন  বাঘা থানায় একটা নিখোঁজ  ডায়েরী  করেছিল।
 শনিবার সকালে নদীতে হঠাৎ  লাশ ভাসতে দেখে স্থানীয় পুলিশের মাধ্যমে তার পরিবারের লোকজনকে জানায়। তিনি আরো জানান
 তাকে হত্যা করা হয়েছে, না পানিতে ডুবে মারা  গেছে  সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে  ওই থানার  পুলিশ জানিয়েছে  ময়না তদন্ত শেষে বিস্তারিত  জানা যাবে।
এবিষয়ে তালা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, ঘটনটি তিনি শুনেছেন। ঘটনাস্থল রাজশাহী জেলার আওয়তায়।

আরো পড়ুন

সর্বশেষ