এম এ রহিম: মানুষ যাচ্ছে চাঁদে,পায়ে হেটে ও সাইকেল চালিয়ে যাচ্ছেন হজ্বে। কতই না রোমাঞ্চ পৃথিবী। বাংলাদেশ ও ভারতের বেনাপোল-পেট্টাপোল চেকপোষ্ট দিয়ে সাইকেল চালিয়ে সৌদিতে হজ্বের উদ্দেশ্যে রওনা
হলেন থাইল্যান্ডের নাগরিক ইছা আবদুস সালাম(পানওয়ান)। ৯দিন বাংলাদেশ হয়ে বুধবার সকালে
পৌছালেন বেনাপোল পেট্টাপোল সীমান্তে। থাইল্যান্ডের নাগরিক তার বাড়ি দেশটির উত্তরাঞ্চলীয়
সিয়াং রাই প্রদেশে।পাসপোর্ট নং-এসি ৪০৯৪৮০০।
হেলমেট পরে সাইকেল চালিয়ে হজে যাচ্ছেন তিনি। বেনাপোল ইমিগ্রেশনের কাজ সম্পূন্ন করে রওনা
দিলেন ভারতে। জিরো লাইনে স্থাপিত বঙ্গবন্ধুর মুরালে তুললেন সেলফি এসময় বললেন আই লাভ
বাংলাদেশ।এসময় সীমান্তে ছিল উৎসুক জনতার ভিড়। অবাক অনেকে খুশিমনে দোয়া করলেন তার
জন্য। দর্শনার্থী আব্দুস সালামও কাজরি বেগম বলেন মানুষ কত কষ্ট করে হজে যায়। সাইকেল চালিয়ে
হজে যাওয়া দেখিনি তারা। সু ন্দর একটি মুহুর্তে ভাল লাগল তাদের।
সাইকেলের সামনে–পেছনে ঝোলানো ছোট–বড় কয়েকটি ব্যাগ। পেছনে ঝোলানো থাইল্যান্ডের ছোট
একটি পতাকা। একটু পরপর উৎসুক মানুষকে দেখে হাসিমুখে হাত নাড়ছেন। সাইকেলের সামনে একটি
কাগজে ইংরেজিতে লেখা ‘বাইক ফর হজ’। সাইকেলে বাধ্ াআছে তাঁবু থেকে শুরু করে ছোট হাঁড়িপাতিলসহ
প্রয়োজনীয় নানা জিনিসপত্র।বেনাপোল দিয়ে ভারতসহ কয়েকটি দেশ হয়ে সৌদি আরবে যেতে চান
তিনি।
বয়স ৬৪ বছর বয়সী ইসা পেশায় স্কুলশিক। নেই কোন সন্তান। স্ত্রীকে রেখে এসেছেন বাড়িতে।
সৌদিতে হজ্বে যাওয়ার উদ্দেশ্যে ১৫ জানুয়ারি বাড়ি থেকে সিয়াং রাই বিমানে ব্যাংককে আসেন। ১৭
জানুয়ারি পৌঁছান ঢাকায়। আগে দুবার হজ পালন করলেও এবার সাইকেল চালিয়ে যাবেন মক্কায়।
মিয়ানমার সীমান্তে অস্থিতিশীলতার কারণে সরাসরি সাইকলে নিয়ে বিমানে আসেন
বাংলাদেশে।
সাইকেলে,মনিকগঞ্জ,রাজবাড়ী,ফরিদপুর.মাগুরায়।যশোর হয়ে ৮ দিন পর সকালে পৌছান
বেনাপোলে। ভারত, পাকিস্তান,ইরান,কুয়েত হয়ে পৌঁছাতে চান সৌদির মক্কায়। দীর্ঘ এই পথে সময়
লাগবে ছয় মাস। হজ্ব শেষে সাইকেলে ইরান,তুর্কমেনিস্তান,উজবেকিস্তান,কিরগিস্তান ও চীন হয়ে আবার থাইল্যান্ডে
ফিরবেন ৬মাসে। যাত্রাপথে স্থানীয়দের সাথে তুলেছেন ছবি। বাংলাদেশিদের আতিথেয়তারও প্রশংসা
করেছেন। সাইকেল চালিয়ে হজ পালন ও এশিয়ার এক ডজন দেশ ঘুরে দেখার পরিকল্পনা নিয়েছেন তিনি।

