শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সাগরদাঁড়িতে আবৃত্তি ও গানে ‘মধুসূদন বন্দন’

আরো খবর

বিশেষ প্রতিনিধি:যশোরের কেশবপুরে শুক্রবার সকালে সাগরদাঁড়ির কপোতাক্ষ নদ তীরে আবৃত্তি ও গানের মাধ্যমে মধুসূদন বন্দনা করা হয়েছে। সাগরদাঁড়ির মধুসূদন একাডেমির উদ্যোগে ও বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মধুসূদন একাডেমির পরিচালক কবি খসরু পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলা একাডেমির পরিচালক ও বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক ড. শাহাদাৎ হোসেন নিপু। কবি রিয়াজ লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভারতের বাচিকশিল্পী চন্দ্রিকা বন্দ্যোপাধ্যায়, বাচিকশিল্পী মাসুম আজিজুল বাশার ও নুরুজ্জামান।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মধুসূদন একাডেমির পীযুষ কান্তি সেন, স্বাধীন ও তার দল, বাংলাদেশ বেতার ও বিটিভির সংগীত শিল্পী উজ্জ্বল ব্যানার্জী এবং যশোর জেলা শিশু একাডেমির সংগীত প্রশিক্ষক মনজুরুল ইসলাম। কবিতা আবৃত্তি করেন কবি সবুজ শামীম আহসান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিশিষ্ট আবৃত্তি শিল্পী সাধন কুমারদাস,সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, শ্রাবণী সুর প্রমুখ।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের উদ্যোগে বিশেষ আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পরিচালক ও বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক ড. শাহাদাৎ হোসেন নিপু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের বাচিকশিল্পী চন্দ্রিকা বন্দ্যোপাধ্যায়। এঅনুষ্ঠানে যশোরে গুনী আবৃত্তি শিল্পী এবং সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধিজন অংশ গ্রহণ করেন।

আরো পড়ুন

সর্বশেষ