শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সাগরদাঁড়িতে পর্দা উঠল মধুমেলার

আরো খবর

কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুরে কপোতা নদের তীরে বসেছে সপ্তাহব্যাপী মধুমেলা। বুধবার বিকালে মেলা উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৯ তম জন্ম জয়ন্তি উপলে জেলা প্রশাসনের প থেকে এই মেলার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান
অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ ।
তিনি পুরানো ধ্যান ধারনা উপো করে বাংলা সাহিত্যের নতুন পথ
দেখিয়েছেন। আধুনিক বাংলা সাহিত্যে তিনি শুধু দেশ নয় পৃথিবীর বুকে
নাম করেছেন। স্থানীয় সরকারের উপ পরিচালক হুসাইন শওকতের
সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন
যশোর ৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, যশোর ২ আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডা. নাসির উদ্দীন, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার,
জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রহুল আমিন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান, প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন,সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মধুমেলা উদ্যাপন কমিটির সদস্য সচিব এম এম আরাফাত হোসেন। উদ্ধোধনী অনুষ্ঠান শেষে
সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও যাত্রাপালা মঞ্চস্থ হয়েছে। এবারও মধুমেলায় রয়েছে নানা আয়োজন। বিভিন্ন পণ্যের পসরা নিয়ে বসেছে ২ শতাধিক দোকান। শিশুদের জন্য নাগোরদোলাসহ বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ