শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সাগরদাঁড়িতে মধুভক্তদের উপচেপড়া ভীড়

আরো খবর

কেশবপুর প্রতিনিধি:কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত নয়দিনব্যাপী মধুমেলার তৃতীয় দিন রোববার দুপুরে মধুমঞ্চে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিলো মধুভক্তদের উপচে পড়া ভীড়।

সার্কাস প্যান্ডেলে সারা দিনরাত চারটি শো প্রদর্শিতহচ্ছে। মৃত্যকুপ, জাদুর প্যান্ডেলে উঠতি বাবুসমাজের উপস্থিতি ছিল উল্লেখ করার মতো। কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তুহিন হোসেন মধুমেলায় সার্বক্ষনিক উপস্থিত থেকে তদারকির দায়িত্ব পালন করে চলেছেন। এবছর মধুমেলায় কোনো প্রকার অশ্লীলতার স্থান নেই।

মধুমেলার তৃতীয় দিনে আয়োজন সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার। দুপুর দুই টায় কেশবপুর উপজেলা শিল্পকলা একাডেমির তত্ত্বাবাধনে আয়োজিত সংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছে কেশবপুর চারুপীঠ একাডেমি, কেশবপুর রাবিন্দ্র-নজরুল সাংষ্কতিক পরিষদ, কেশবপুর পয়েট ফাউন্ডেশন বাংলাদেশ, কানায়ডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সাষ্কতিক দল। দুপুর চার টায় যশোর জেলা সদরের অংগ্রহনকারী সাংস্কৃতিক দল সমুহের মধ্যে দ্যোতনা সাহিত্য পরিষদ, শ্রুতি,নন্দন,স্বরগম,সুরধনী,নিত্যবিতান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ কারীরা হলো মাগুরার লাঠিয়াল নবতরঙ্গ গষ্ঠী, কুষ্টিয়া লাগল, কেশবপুর মধুখেলা ঘর আসর ও রাতে মধুমঞ্চে অনুষ্ঠিত হয় সাতক্ষীরা জাগরণী অপেরার যাত্রাপালা মাইকেল মধুসূদন। সমগ্র সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপক ছিলেন

কেশবপুর চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে ও যশোর উদীচী অনুষ্ঠান সম্পদক কাজী শাহেদ নেওয়াজ।

 

 

আরো পড়ুন

সর্বশেষ