সাতক্ষীরা প্রতিনিধি :সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের হাজিখালি বিলের সরকারি খালে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে রাস্তা নির্মাণ করার অভিযোগ উঠেছে।
সরেজমিনে দেখা গেছে, স্থানীয় প্রভাবশালী একটি মহল সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের ম্যানেজ করে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ ও কৃষিকাজের। হুমকির মুখে পড়েছে স্থানীয় পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থা।
ক্ষতিগ্রস্ত এলাকাবাসী জানান, সদর উপজেলার ভালুকা চাঁদপুর ও কোমরপুরের হাজীখালি বিলের আবাদি জমির প্রাণ হাজীখালি খালে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালি উত্তোলনের ফলে খালের দুই পাশের জমিতে ধ্বস নেমে আবাদী জমি ধ্বংসে গত তৈরি হচ্ছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার জন্য খালের দু’পাশের জমির মালিকরা স্থানীয় ইউপি চেয়ারম্যানের সাথে কথা বললেও হয়নি কোন সুরহা হয়নি। বন্ধ হয়নি বালু উত্তোলন।
এদিকে, দীর্ঘদিন সরকারি খাসজমিতে মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ করা হবে এই তথ্য ছড়িয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। বালু উত্তোলনের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দু’পাশের জমির মালিকরা।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক জনপ্রতিনিধি বলেন, প্রতি বর্গফুট জমি ভরাট করার জন্য সরকারের বরাদ্দ ১৮টাকা। অথচ সরকারের এই বরাদ্দ লুটেপুটে খাওয়ার জন্য প্রতি বর্গফুট জমি মাত্র ৭৫ পয়সা চুক্তিতে ড্রেজারার মেশিন দিয়ে বালু উত্তোলনপূর্বক ভরাট করছে ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল ইসলাম। সরকার যেখানে আবাদি জমি রক্ষা করতে বদ্ধ পরিকর, সেখানে এই ধ্বংসাত্মক দুর্নীতির মহোৎসব চলছে কার স্বার্থে?
মাটিয়াডাঙ্গা গ্রামের ড্রেজারার মেশিন মালিক আসমাতুল্লাহর সাথে কথা বললে তিনি জানান, “ইউপি চেয়ারম্যান ও পিআইও স্যার তাকে নিয়ে এসেছেন এবং এই জায়গাটাতে নতুন গ্রাম হবে ‘মুজিবনগর’ তাই প্রশাসন কিচ্ছু করতে পারবে না”।
ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী জানান, সরকারি রাস্তা তৈরি করতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছি আমি ও পিআইও ইয়ারুল ইসলাম। খাল থেকে বালু উত্তোলন করায় ক্ষতিগ্রস্ত জমির মালিকরা আমার কাছে আসছিল। আমি ওদেরকে বুঝিয়ে বলেছি, আপনারাও একটু বুঝিয়ে বলুন। আমি ইতিমধ্যে ড্রেজার মেশিন খালের অন্যদিকে সরিয়ে নিয়েছি।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিষয়ে আমি কিছুই জানি না। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছি।
