শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত কর্মকর্তার বাড়িতে ডাকাতি, ৪০ ভরি সোনার গহনা লুট

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরা সদর উপজেলার যোগরাজপুরে আবুল কালাম মোস্তফা নামের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার বাড়িতে ডাকাতি হয়েছে। সশস্ত্র ডাকাত দলের সদস্যরা গৃহকর্তা ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত ও মুখ বেঁধে নগদ প্রায় দুই নগদ টাকা, ৪০ ভরি সোনার গহনা, ২৪ ভরি রুপা ও তিনটি মোবাইল সেট নিয়ে গেছে। বৃহষ্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে শুক্রবার ভোর সোয়া চারটার মধ্যে এ ঘটনা ঘটে। আবুল কালাম মোস্তফা সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙা ইউনিয়নের যোগরাজপুর গ্রামের বাসিন্দা।

আবুল কালাম মোস্তফা জানান,‘‘ বিয়ে দেওয়ার পর বড় মেয়ে মৌসুমী ফারজানা সিলেটে ও ছোট মেয়ে তামান্না তাসনিম স্বপরিবারে ঢাকায় বসবাস করে। একমাত্র ছেলে কাইয়ুম আজাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে ঢাকায় কর্মরত। ২০২০ সালের জুলাই মাসে অবসরে যাওয়ার পর স্ত্রী মমতাজ খাতুনকে নিয়ে আমি যোগরাজপুর পূর্ব পাড়ার বাড়িতেই থাকি। ছেলেকে আগামী ঈদে বিয়ে দেওয়ার প্রস্তুতি হিসেবে পুত্রবধূর জন্য কিছু সোনার গহনা তৈরি করে রাখা হয়।

এ ছাড়া স্ত্রী মমতাজ, দুই মেয়ে ও নাতনি রুমার জন্য সোনা ও রুপার গহনা তার বাড়িতেই রাখা ছিল। ’’ তিনি আরো জানান, ‘‘বৃহষ্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে আমরা স্বামী-স্ত্রী ঘরের মধ্যে ঘুমিয়ে ছিলাম। এ সময় পাঁচ জনের একদল সাদা মুখোশধারি সশস্ত্র ডাকাত প্রাচীর টপকে বাড়ির পিছনের লোহার গ্রীলের হ্যাজবোল্ড ভেঙে আমার ঘরে ঢুকে পড়ে। বাইরের প্রধান ফটকের সামনে একজন সশস্ত্র ডাকাত দাঁড়িয়ে ছিল।

ডাকাত দলের সদস্যরা একটি চাপাতির মুখে জিম্মি করে আমার মুখ কাপড় দিয়ে ও দুই হাত সামনের দিকে রেখে দড়ি দিয়ে বেঁধে ফেলে। প্রায় একইসাথে আমার স্ত্রীর মুখ কাপড় দিয়ে ও দু’হাত পিছনের দিকে বেঁধে ফেলে। এ সময় তাদের কাছে আলমারির চাবি চাওয়া হয়। আমি চাবি দিতে অপারগতা জানালে আলমারির তালা ভেঙে ভারতে চিকিৎসা নিতে যাওয়ার জন্য গচ্ছিত নগদ এক লাখ ৭০ হাজার টাকা,৪০ভরি সোনার গহনা, ১৬টি রুপার টাকা, আট ভরি রুপার গহনা, তিনটি মোবাইল সেট লুট করে নিয়ে যায়। ’’ মুখোশ পরিহিত ডাকাত দলের সদস্যদের প্রত্যেকের বয়স ২০ থেকে ২২ বছর হবে বলে জানান তিনি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান,‘‘ এ ঘটনায় একটি মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি কালো রঙের রেইন কোর্ট ও একটি চশমা জব্দ করা হয়েছে। ’’ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরো পড়ুন

সর্বশেষ