সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরায় ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে তাদের সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকা থেকে আটক করা হয়।আটককৃতরা হলেন, দেবহাটা এলাকার আজিজুল জোয়ার্দ্দার মিস্ত্রির ছেলে মিজানুর রহমান মিজান(৩০), পাটকেলঘাটা ওভারব্রীজ এলাকার জয়নাল মোড়লের ছেলে শরিফুল ইসলাম(৩২) ও কুমিরা এলাকার মনিরুল ইসলামের ছেলে শামীম হোসেন শাহীন(৩৭)।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, বাইপাস সড়কের বালিয়াডাঙ্গা এলাকার জনৈক মিজানুর স্টোরের সামনে কয়েকজন অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। ওই সময় ডাকাত দলের ৩ সদস্যকে আটক করা হয়।পরে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি রামদা, একটি লোহার শাবল, একটি লোহার পাইপ, একটি তালাকাটা কাটার এবং একটি চাপাতি উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা দ্বায়ের করে আসামীদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

