শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় আইনগত সহায়তা দিবস পালিত

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধিঃ  জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) সকালে জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে জেলা দায়রা জজ কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।  জেলা  দায়রা জজ ও জেলা জাতীয় আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজীর সভাপতিত্বে  সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মীর মো. আসাদুজ্জামান, সাতক্ষীরা জজকোর্টের পিপি এড. আব্দুল লতিফ।
অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, সাতক্ষীরা জজকোর্টের এপিপি এড. তামিম আহমেদ সোহাগ প্রমুখ। এসময  জেলা দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী বলেন, আইনগত সহায়তা প্রদানকারি সংস্থার মাধ্যমে সারাদেশে তৃণমূল পর্যায়ে আইনি সেবা পৌছে দেয়া সম্ভব হয়েছে। অসহায় দরিদ্র মানুষেরা বিনা খরচে আইনী সহায়তা পাচ্ছে। আইনগত সহায়তা প্রদানকারি সংস্থার মাধ্যমে জেলায় হাজার হাজার পরিবারের দাম্পত্য কলহ মিটিয়ে ফেলা সম্ভব হয়েছে। আর কেউ যেন অর্থের অভাবে তার আইন সেবা অধিকার থেকে বঞ্চিত না হয় তার পাশে বাংলাদেশ সরকার আছে। আমাদের এই আইনি সেবা প্রতিনিয়ত দরিদ্র মানুষের সেবায়  অব্যাহত থাকবে।

আরো পড়ুন

সর্বশেষ