শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় আম সংগ্রহ শুরু

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধিঃ  সাতক্ষীরায় জেলা প্রশাসনের বেঁধে দেওয়া নির্ধারিত সময় অনুযায়ী আজ থেকে শুরু হয়েছে  আম সংগ্রহরে আনুষ্ঠানিকতা। আবহাওয়া আর মাটির গুনাগুনের কারনে দেশের অন্য জেলার তুলনায় সাতক্ষীরার আম আগে ভাগেই পাকে।তবে আম চাষিরা বলছেন, এবছর আম সংগ্রহের সময় নির্ধারনে কিছুটা বিলম্বিত হওয়া জেলার বাইরে থেকে আমের ব্যাপারি না আসায় আমার দাম কম ফলে আর্থিক ক্ষতির আশঙ্কা করছে তারা। এদিকে  জেলা প্রশাসন বলছে অসাধু ব্যবসায়ীরা যাতে অধিক লাভের আশায় অপরিক্ক আম রাসায়নিক দ্রব্য মিশিয়ে বাজারে বিক্রয় না করতে পারে সেজন্য আমের জাত ভেদে গাছ থেকে আম সংগ্রহের দিন নির্ধারণ করা হয়েছে। সাতক্ষীরার আমের কদর রয়েছে বিশ্ব জুড়ে। তাই গুনগত মানের আম সরবরাহের লক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন বেধে দিয়েছে আম সংগ্রহের নির্ধারিত সময়। আমের জাত ভেদে আম গাছ থেকে সংগ্রহের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তৈরি করা হয়েছে আম সংগ্রহ ও বাজার জাতকরণ ক্যালেন্ডার। তবে ক্যালেন্ডার অনুযায়ী এক সপ্তাহ এগিয়ে ১২ মে এর পরিবর্তে ৫ মে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোপালখাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম সংগ্রহের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আর দিন অপরিবর্তিত রেখে ২৫ মে হিমসাগর, ল্যাংড়া ১ জুন এবং আম্রপালি আম সংগ্রহের দিন নির্ধারণ করা হয়েছে ১৫ জুন। চলতি মৌসুমে সাতক্ষীরায় ৪ হাজার ১১৫ হেক্টর জমিতে আমের চাষ করেছেন ১৩ হাজার ১০০ চাষি। আর লক্ষ্য মাত্র নির্ধারণ করা হয়েছে ৪৫ হাজার ৫০০ মেট্রিকটন।
এদিকে আম চাষীরা বলছে মৌসুম শুরুর পূর্বে বাজারে আম উঠায় সাতক্ষীরার আমের চাহিদাও একটু বেশি। তবে জেলা প্রশাসন কর্তৃক ক্যালেন্ডার অনুযায়ী ২৫ মে এর পরে হিমসাগরসহ অন্যান্য আম সংগ্রহ করলে বাজারে সাতক্ষীরা আমের চাহিদা কমবে অন্য দিকে বৈরী আবহাওয়া আর্থিক ক্ষতির সম্ভাবনার দেখছেন সাতক্ষীরার আম চাষিরা।সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারের কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুরর  রহিম বাবু জানান, এবছর সাতক্ষীরায় আমের বাম্পার ফলন হলেও আমের ন্যায্য মূল্য না পাওয়ার শঙ্কায় চাষীরা। তাই লোকশান এড়াতে আম সংগ্রহের দিন এগিয়ে নিয়ে আসার অনুরোধ তাদের।সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন জানান, আম উৎপাদন লক্ষমাত্র ছাড়িয়ে আমের বাম্পার ফলন হয়েছে এবং সাতক্ষীরার আম বিদেশে রপ্তানির ক্ষেত্রে এবছর ২০০ মেট্রিকটন লক্ষমাত্রা নির্ধরণ করা হয়েছে। সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন জানান, বিষমুক্ত ও গুনগত মানের আম বাজারজাত করার লক্ষ্যে কৃষিবিভাগ ও জেলা প্রশাসনের যৌথ সিদ্ধান্তে আম সংগ্রহের দিন নির্ধারণ করা হয়েছে। তবে প্রয়োজনে আলোচনা করে আম সংগ্রহের দিন এগিয়ে আনা যাবে বলে জানালেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা।

আরো পড়ুন

সর্বশেষ