শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জেলা পুলিশের উদ্যেগে এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রোববার (১৬ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইন্সে জেলার বিভিন্ন মাদ্রাসায় পড়ুয়া এতিম শিশুদের মাঝে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ঈদ উপহার বিতরণকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজীব খান, ডিআইও(১) ইয়াছিন আলম চৌধুরী সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ। এসময় পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন , ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করটাই সৌভাগ্যের। আমরা সবসময় সমাজের এতিম, দুঃস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে কিছু করার চেষ্টা করি।তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিশুদের নতুন পোশাক দিয়েছি।

তিনি আরো বলেন, শিশুদের মন সবসময় ব্যাকুল থাকে ঈদে নতুন জামা – কাপড় পরার জন্য । আমাদের সকলের উচিত আশপাশে বসবাসরত দরিদ্র মানুষের দিকে খেয়াল রাখা। আমাদের একটু মানবতা জাতির পিতার সোনার বাংলা গঠনে অপরিহার্য ভূমিকা রাখবে। এছাড়া জেলা পুলিশের এ মানবিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখবে বলে জানান পুলিশ সুপার।

আরো পড়ুন

সর্বশেষ