সাতক্ষীরা প্রতিনিধি: ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সাতক্ষীরায় এতিম শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। শুক্রবার দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইন্সে কোমলমতি এতিম শিশুদের মাঝে এ নতুন পোশাক বিতরণ করাহয়।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক সাতক্ষীরার সভাপতি মোছা. মরিয়ম খাতুন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম। আরো উপস্থিত ছিলেন পুনাক সাতক্ষীরার সাধারণ সম্পাদক -শাহনাজ সুলতানা, পুলিশ সুপারের পুত্র মুতামিম মৌন, মেয়ে আন্তারা সামীহা জারা, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, আমিনুর রহমান, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এসময় ৭০ এতিম শিশুদের হাতে ঈদ উপহার নতুন পোশাক তুলে দেওয়া হয়।
