শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় সরিষা খেতে বিষ দিয়ে ৮০ টি কবুতর-ঘুঘু হত্যা

আরো খবর

 সাতক্ষীরা/তালা প্রতিনিধি:
সাতক্ষীরার তালায় এবার বিষ দেওয়া সরিষা বীজ খেয়ে প্রাণ গেল ৮০টি কবুতর ও ঘুঘু পাখির।

শনিবার (২০ ডিসেম্বর) বিকাল থেকে তালা উপজেলার হরিশ্চন্দ্রকাঠি গ্রামে এসব কবুতর মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে। খবর পেয়ে রবিবার খুলনা বন বিভাগের ওয়াইল্ডলাইফ অ্যান্ড বায়োডাইভারসিটি কনজারভেশন অফিসার তন্ময় আচার্য্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন।স্থানীয়রা জানান, ১৯ ডিসেম্বর তালার হরিশ্চন্দ্রকাঠি বিলে সরিষা বীজ বোনেন তালা মহিলা কলেজের প্রদর্শক আব্দুল বারী। পাখ পাখালির হাত থেকে রক্ষা করতে বোনার আগে বীজে বিষ মাখিয়ে দিয়েছিলেন তিনি। ২০ ডিসেম্বর তার ক্ষেতে শতাধিক ঘুঘু পাখি ও কবুতরের পদচারণা ঘটে। এর পরপরই প্রাণ যেতে থাকে একের পর এক কবুতর ও ঘুঘু পাখির। এখন পর্যন্ত ৮০টি কবুতর ও একটি ঘুঘু পাখির মরদেহ পাওয়া গেছে।

হরিশ্চন্দ্রকাঠি গ্রামের জিন্নাত খা ও হায়দার আলী জানান, তাদের অনেকগুলো কবুতর মারা গেছে।

তারা প্রশ্ন করে বলেন, পাখি কি আর বীজ বিষ মাখিয়ে দেওয়ার বিষয়টি বোঝে?

তারা এঘটনায় ক্ষতিপূরণের পাশাপাশি আব্দুর বারীর বিচার দাবি করেন।

এদিকে, খুলনা বন বিভাগের ওয়াইল্ডলাইফ অ্যান্ড বায়োডাইভারসিটি কনজারভেশন অফিসার তন্ময় আচার্য্য রোববার ওয়াইল্ডলাইফ টিমকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন আব্দুল বারী। তার সাথে কোনোভাবেই যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, সম্প্রতি সাতক্ষীরার পদ্মশাখরায় একইভাবে শতাধিক কবুতর ও কলারোয়ায় ১৮০ বক্স মৌমাছির প্রাণ যায়।

আরো পড়ুন

সর্বশেষ