সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরা শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের সহকারী
অধ্যাপক আব্দুুর রহিম ও সাইফুজ্জামান ফারুকের উপর বর্বরোচিত সন্ত্রাসী
হামলার প্রতিবাদ এবং শিক্ষাঙ্গনের পরিবেশ বিনষ্টকারী সকল অপরাধীদের
গ্রেফতার এবং বিচারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূূচি পালিত হয়েছে।
রবিবার বেলা ১২টার সময় সাতানী শহীদ স্মৃৃতি ডিগ্রি কলেজ ক্যাম্পাসের সামনে
কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের ব্যানারে এই মানববন্ধন ও
অবস্থান কর্মসূচি পালিত হয়। সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানবববন্ধনে বক্তব্য রাখেন, কলেজের তথ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম, সহকারী অধ্যাপক অমিত চক্রবর্তী, আছিফ বায়েজিত সাগর, আমজাদ হোসেন, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শামীমা হোসেন প্রমুখ।
এসময় বক্তরা বলেন, দীর্ঘদিন কলেজ পরিচালনা কমিটির সভাপতি সাবেক উপজেলা
ভাইস চেয়ারম্যান স.ম গোলাম মোর্শেদের সাথে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির বিষয় নিয়ে শিক্ষকরা প্রতিবাদ করে আসছিল। এর ফলে বিভিন্ন সময় শিক্ষকদের হুমকি দিয়ে আসছিল গোলাম মোরশেদ। এর জের ধরে গত মঙ্গলবার দুপুুরে কলেজ ক্যাম্পাস থেকে বাড়ি ফেরার পথে সহকারী অধ্যাপক আব্দুুর রহিম ও

