ফারুক রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরায় ‘কিশোর গ্যাং’ গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা সদরের ফিংড়ি ইউনিয়নের সামাদের মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘কিশোর গ্যাং দমনসহ গ্রেফতাররে দাবিতে সাতক্ষীরার ফিংড়ি ইউনিয়নের প্রবাসী পরিবার ও এলাকাবাসী এ কর্মসূচির আয়োাজন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ফিংড়ি ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, প্রবাসী পরিবারের সদস্য মোখলেছুর রহমান, মোনতাজ আলী, মজিদ সরদার,ফাতেমা তুজ জোহরা।
বক্তব্যে প্রবাসী রাজ্জাক সরদারের স্ত্রী ফাতেমা তুজ জোহরা বলেন ফিংড়ি ইউনিয়নের বালিথা এলাকার ২ নাম্বার ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে গড়েউঠা কিশোর গ্যাং রাসেল বাহিনি এলাকার প্রতিটা প্রবাসীদের বাড়িতে চাঁদা দাবি করে । চাঁদা না দেয়াতে র্নিযাতনের শিকার হয়ে সদর থানায় অভিযোগ দিলেও এই কিশোর গ্যাং প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

