শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় কৃষকের ধান কেঁটে দিল যুবলীগ

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধি:  কালবৈশাখী ঝড়ের কবল থেকে কৃষকের ফসল রক্ষায় সাতক্ষীরায় এক গরীব কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে সাতক্ষীরা জেলা যুবলীগ। শনিবার সকালে সাতক্ষীরা জেলা যুবলীগ নেতা মাহি আলমের নেতৃত্বে শনিবার নলকুড়া বিলে কৃষক সাহেব আলীর ১০কাটা জমির ধান কেটে ঘরে তুলতে সহায়তা করে জেলা যুবলীগের নেতা কর্মীরা।
ধান কাঁটায় অংশ নেন জেলা যুবলীগ নেতা এড. তামিম আহমেদ সোহাগ, মোস্তাক সহ জেলা যুবলীগের প্রায় অর্ধশত  নেতাকর্মীরা। এসময় মাহি আলম বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা  কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে সবসময় । এই সরকার কৃষি বান্ধব সরকার। তাই মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশনায় যুবলীগ দরিদ্র কৃষকদের ধান কেটে তুলে দিচ্ছেন। জেলা জুড়ে কোথায় দরিদ্র কৃষক ফসল উঠাতে না পারলে যুবলীগের পক্ষ থেকে তার পাশে দাঁড়ানো হবে।  এছাড়া সমাজের  অসহায় ও দরিদ্র মানুষের যে কোন বিপদে পাশে থাকবে যুবলীগ। পরিশেষে আসন্ন জাতীয় নির্বাচনে দেশে  উন্নয়নের ধারা অবাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান তিনি ।

আরো পড়ুন

সর্বশেষ