শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় খালের পাড় থেকে মৎস্য শিকারির মরদেহ উদ্ধার  

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরার ইছামতি নদীর শাখা ভাতশালা-কোমপুর স্লুইস গেট এলাকায় মনিরুল ইসলাম (৫২) নামের এক মৎস্য শিকারির মরদেহ উদ্ধার  করেছে পুলিশ । বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভোরে পথচারীরা মরদেহটি দেখে জনপ্রতিনিধিদের খরব দেয়।
পরে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসী মরদেহটি মৎস্য শিকারি মনিরুল ইসলামের বলে প্রাথমিক সনাক্ত করে। নিহত ব্যক্তি দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত আলাউদ্দীনের ছেলে।

পারুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা বলেন,  ভাতশালা-কোমপুর স্লুইস গেট সংলগ্ন খালে মনিরুল ইসলাম প্রতিদিন মাছ ধরতে আসত।
বুধবার রাতে মাছ ধরতে এসে আর বাড়িতে ফিরেনি।পরে ভোরে পথচারীরা তাকে পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন।
 তিনি আরো বলেন , যেখানে মরাদেহ দেহটি পড়ে আছে তার পাশে খালে মাছ ধরা বঁড়শি পাতা এবং মাছের পাত্রটি রয়েছে। ধারণা করা হচ্ছে বাথরুম শেষে খাল থেকে পানি ব্যবহার করে ওঠার সময় রাস্তার পাশে অসুস্থ হয়ে পড়ে মারা যেতে পারেন।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বাবুল আক্তার জানান, ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে  ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে ।
এব্যাপরে থানায় একটি অপমৃত্য মামলা হয়েছে।বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

আরো পড়ুন

সর্বশেষ