শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় গণধর্ষণ মামলায় চারজন গ্রেপ্তার

আরো খবর

ফারুক রহমান, সাতক্ষীরা:সাতক্ষীরায় এক নারীকে গণধর্ষণ করার অভিযোগে দায়েরকৃত মামলায় চারজন পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬এর সদস্যরা। মঙ্গলবার গভীর রাতে শহরের পলাশপোল নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদেও গ্রেপ্তার করা হয়। বুধবার বেলা ১২টায় র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার এএসপি নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, শহরের পলাশপোল এলাকার মন্টু কারিকরের ছেলে সুলতান আহমেদ, ছাত্তার গাজীর ছেলে আবদুল গফুর গাজী, পলাশপোল দক্ষিণপাড়ার কামাল হোসেনের ছেলে আবদুল্লাহ হোসেন জনি এবং কামালনগর গ্রামের সিদ্দিকুল ইসলাম বাবুর ছেলে জুম্মাতুল ইসলাম বনি।

সূত্র জানায়, জেলার আশাশুনি উপজেলার চাপড়া গ্রামের ভুক্তভোগী এক নারী মাথায় আঘাত প্রাপ্ত হয়ে ভারসাম্যহীন অবস্থায় চলাফেরা করেন। একপর্যায়ে গত ২৬ আগস্ট সন্ধ্যার সময় ওই নারী নিজ বাড়ি হতে কাউকে কোন কিছু না বলে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে সাতক্ষীরা শহরে চলে আসেন। ওই নারীর বাবা তাকে না পেয়ে অনেক খোঁজাখুজির এক পর্যায়ে এক ব্যক্তি মোবাইল ফোনে তাকে জানায় তার মেয়ে সাতক্ষীরা শহরের নিউ মার্কেটের পিছনে রয়েছে। পরদিন সকালে ওই নারীর বাবা শহরে এসে নিউ মার্কেটের পিছনে জনৈক ব্যক্তির বাড়ির নিচতলার মাঝখানের রুম থেকে তাকে উদ্ধার করে।

উদ্ধারের পর তার ওই নারী তার পিতাকে জানায়, রাতের অন্ধকারে নিউ মার্কেটের পিছনে হাঁটতে হাঁটতে চলে আসে এবং পুকুরের মধ্যে পা পিছলে পড়ে যায়। এ সময় সুলতান আহমেদ, মোঃ শান্ত, ফয়সাল বাবু, আব্দুল্লাহ হোসেন জনি, আব্দুল গফুর গাজী ও জুম্মাতুল ইসলাম বনি পুকুর থেকে তাকে তুলে নিয়ে ভয়ভীতি দেখিয়ে মুখ চেপে ধরে পালাক্রমে জোরপূর্বক গণধর্ষণ করে।

এ ঘটনায় নির্যাতিত ওই নারীর পিতা বাদি হয়ে আসামীদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলায় র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে চার আসামীকে গ্রেপ্তার করে।

আরো পড়ুন

সর্বশেষ