শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় গৃহবধুর অর্ধগলিত লাশ উদ্ধার

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধিঃ নিখোঁজের ২ দিন পর তাসলিমা খাতুন(২৫) নামে এক গৃহবধূর গলাকাটা অর্গধলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকালে শহরের কামালনগর এলাকায় একটি বাঁশবাগানে গলিত লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।নিহত  তাসলিমা খাতুন একই  এলাকার আদম আলী সরকারের মেয়ে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
নিহতের মা আয়েশা খাতুন জানান, তাসলিমার স্বামী মাকসুদুল হক সোহানের সাথে  ১১ দিন আগে ডিভোর্স হয় তার। এর পর থেকে সোহান তাসলিমাকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল ।এরপর২ অক্টোবর সন্ধ্যার পর থেকে তাসলিমা নিখোঁজ হয়। বুধবার বিকালে বাড়ির পাশের  একটি বাঁশবাগানে তাসলিমার গলিত লাশ দেখতে পায় স্থানীয়রা। ধারনা করা হচ্ছে তাসলিমাকে হত্যা করে লাশটি বাঁশবাগানে রেখে পালিয়ে গিয়েছে সোহান বলে অভিযোগ তোলেন তিনি।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার  আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ডের ঘটনা। বিষয়টি  নিয়েই পুলিশ কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।

আরো পড়ুন

সর্বশেষ