ফারুক রহমান, সাতক্ষীরা:সাতক্ষীরা জেলার ৭২২ জন গ্রাম পুলিশের মাঝে পরিচয় পত্র বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের অর্থায়নে জেলা প্রশাসক চত্বরে সোমবার সকালে এ পরিচয়পত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ মতিউর রহমান সিদ্দিকী, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সরোয়ার হোসেনসহ প্রমূখ।

