ফারুক রহমান, সাতক্ষীরা:সাতক্ষীরা জেলার বিস্তীর্ণ অঞ্চচলে গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। গড়ে ওঠা এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর ও স্থানরী প্রশাসন।
সরজমিনে জানা গেছে, জেলার সাতটি উপজেলায় মোট ১৩২টি ইটভাটা রয়েছে। এরমধ্যে চলতি বছরের ১০৮টি ইটভাটা চালু রয়েছে। সাতটি উপজেলায় অবস্থিত ৮২টি ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই বলে জানা গেছে পরিবেশ অধিদপ্তরের তথ্যে।
জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের তথ্যে ইটভাটার ছাড়পত্র নেই সদর উপজেলার ২৭টি, কলারোয়া উপজেলার ২২টি, তালা উপজেলার ৭টি, আশাশুনি ৩টি, শ্যামনগর উপজেলার ৩টি, দেবহাটা উপজেলার ৯টি, কালীগঞ্জ উপজেলার ৬টি। ছাড়পত্র বিহীন ৮২টি ইটভাটার মালিক প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইটভাটা চালাচ্ছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জেলায় বর্তমানে ৫০টি ইটভাটার পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র রয়েছে।
তথ্য অনুসন্ধানে জানা যায়, আইন অনুযায়ী দুই একর জমির উপর ও ৫০ গজের মধ্যে ইটভাটা স্থাপনা করার সরকারি আইন থাকলেও আইনের বাইরে জেলায় ইটভাটা গড়ে উঠেছে। ইটভাটা মালিকরা সরকারি কোনো নিয়মনীতি না মেনে পরিচালনা করছেন এসব ইটভাটা।
সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, জেলায় ৮২টি ইটভাটার ছাড়পত্রে নই। ইতোমধ্যে আমরা ইটভাটায় অভিযান পরিচালনা শুরু করেছি। যেসব ইটভাটা ছাড়পত্র নেই, সেই সব ইটভাটা বন্ধ কওে দেওয়া হবে। প্রচালিত পরিবেশ আইনের বাইরে কেউ ইটভাটা পরিচারনা করলে সেসব ইটভাটার মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

