শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় ছোট ভাইয়ের হাতে বড়ভাই খুন

আরো খবর

ফারুক রহমান, সাতক্ষীরা:সাতক্ষীরায় ছোট ভাইয়ের হাতে মার খেয়ে বড় ভাই নিহত হয়েছেন । বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার ব্যংদহা বাজারে এই ঘটনা ঘটে।
নিহত শাইরুখ হোসেন (৫৫) জেলার আশাশুনি উপজেলার সরাফপুর গ্রামের শামসুর রাহমানের ছেলে।
স্থাণীয় এক ইউপি সদস্য জানান, ছোটভাই মিন্টুর সাথে বড়ভাই মাছের ঘের ব্যবসায়ী শাহরুখ হোসেনের জমি জমা ও টাকা লেনদেন নিয়ে বেশ কিছুদিন সম্পর্কের টানাপোড়েন চলছিলো। এরই জের ধরে সন্ধ্যায় ব্যংদহা বাজারে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারপিটে পৌঁছায়। এতে শাহরুখ হোসেন আহত হন। পরে তিনি স্ট্রোক করে মারা যান।
সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহাদ মোঃ ফখরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ