শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় জামায়ত বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধিঃ  সারাদেশে বিএনপি ও জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় আ”লীগের উদ্যোগে   বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রোববার (৩০ জুলাই) সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে মোটর শোভাযাত্রা সহযোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে আবার  মিলিত হয়। জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি একে ফজলুল হক সভাপতিত্বে
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম,  জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, অধ্যক্ষ আবু আহমেদ, মো. শহীদুল ইসলাম, শেখ সাহিদ উদ্দীন, ফিরোজ কামাল শুভ্র, আসাদুজ্জামান বাবু, শাহাদাত হোসেন, আসাদুজ্জামান অসলে প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ২০১৩ সালে জামাত-বিএনপি সংখ্যায় বেশী ছিলো। বর্তমানে সংখ্যায় আওয়ামী লীগ অনেক বেশী। পূর্ব ঘটনা থেকে আমরা শিক্ষা নিয়েছি। তাদের নৈরাজ্যকে প্রতিহত করার সময় এসেছে।   এ জেলা কোন অঘটন না ঘটাতে না পারে সেজন্য জেলা আওয়ামীলীগ সব সময় মাঠে আছে।
বিক্ষোভ সমাবেশে আরো  উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান, ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আরো পড়ুন

সর্বশেষ