সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা- কালিগজ্ঞ মহাসড়কে ট্রাকের ধাক্কা লেগে রেহানা পারভিন(২৫) নামের এক গৃহবধূর প্রানহানী ঘটেছে। ওই সময় গুরুতর আহত হয়েছেন তার স্বামী শেখ নয়ন আহমেদ (৩৫)। মঙ্গলবার(১১এপ্রিল) দুপুরে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রোকেয়া মুনসুর ডিগ্রী কলেজের সামনে মর্মান্তিক দুর্ঘটনাটু ঘটে। আহতরা শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের আবাদ চন্ডিপুর গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানায়,নয়ন তার স্ত্রী রেহানা পারভিনকে নিয়ে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে সাতক্ষীরার
দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রোকেয়া মুনসুর ডিগ্রী কলেজ এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় স্ত্রী রেহানা । পরবর্তীতে স্থানীয়রা গুরুতর অবস্তায় নয়নকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি পুলিশ হেপাজতে রয়েছে। তবে চালক ও হেলপার দুজনে পালিয়েছে। এই বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

