সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা ডিবি পুলিশের অভিযানে ১৫’শ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারি আটক হয়েছে। আটক মাদক কারবারি চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার গুনাগুরি গ্রামের মৃত মীর আহম্মদের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম(২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর দিক নির্দেশনায় ৯ জুলাই রবিবার ভোররাতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজের নেতৃত্বে একটি অভিযানিক দল কলারোয়া থানা এলাকায় মাদক ও আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এ অভিযানে কলারোয়া থানার গয়রা বাজারস্থ চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে ১৫’শ পিস ইয়াবাসহ মাদক কারবারি মোঃ জাহাঙ্গীর আলমকে আটক করা হয়।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজের কাছে জানতে চাইলে তিনি জানান, আটককৃতের বিরুদ্ধে কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে মাদক কারবারি আটক

