শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় দুটি ক্লিনিক ও একটি বিরিয়ানি হাউজকে জরিমানা

আরো খবর

ফারুক রহমান, সাতক্ষীরা:সাতক্ষীরায় লাইসেন্স না থাকায় দুটি ক্লিনিককে নয় হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ঢাকা বিরিয়ানী হাউজকে ছয়  হাজার জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টা থেকে দুটো পর্যন্ত শহরের খুলনা রোগের মোড় সদর হাসপাতাল এলাকায় স্বপ্ন ক্লিনিক এবং ডিজিটাল হরমন ল্যাবে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় স্বপ্ন ক্লিনিকের ডায়াগনস্টিকের লাইসেন্স না থাকায় সেটি বন্ধ করতে নির্দেশ দেওয়া হয় এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।  ডিজিটাল হরমন সেন্টারের কোন অনুমোদন না থাকায় চার হাজার টাকা জরিমানা করা হয়। শহরের খুলনারোড মোড়ের ঢাকা বিরিয়ানি হাউজের খাবারে মুরগির পাখনা থাকায় ছয় হাজার জরিমানা করা হয়।
ডিজিটাল হরমন ল্যাবের মালিক জাকির হোসেন বলেন, তিনি লাইসেন্সের জন্য আবেদন করেছেন। কিন্তু এখনও পাননি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আকাশের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অভিযান ডা: জয়ন্ত সরকারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আকাশ বলেন, অনুমোদন না পাওয়া পর্যন্ত কেউ প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে না। যারা অবৈধভাবে ক্লিনিক পরিচালনা করবেন তাদের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

সর্বশেষ