সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায় দুদকের গনশুনানী কার্যক্রমের অভিযোগ গ্রহনের বুথ উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে দুদক খুলনা-সাতক্ষীরা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ অভিযোগ গ্রহন বুথের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডা. আবুল কালাম বাবলা,সাধারন সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, দুদক খুলনার সহকারি পরিচালক তরুন কান্তি ঘোষ, মোঃ আল-আমিন, সাখাওয়াত হোসেন, সদস্য অধ্যক্ষ রেজাউল করিম ও সাকিবুর রহমান বাবলা প্রমুখ।উদ্বোধনকালে উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ বলেন,সাতক্ষীরা জেলা সদরের যেকোন সরকারি,বে-সরকারি,স্বায়তশাসিত দপ্তর,ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সেবা পেতে ঘুষ,দুর্নীতি বা হয়রানির শিকার হয়েছে বা হচ্ছে এসব অভিযোগ তুলে ধরায় মুল আমাদের লক্ষ্য।
এজন্য জেলা প্রশাসক কার্যালয় চত্বরসহ শহরে ৮ টি অভিযোগ গ্রহনের বুথ উদ্বোধন করা হয়েছে।তিনি আরো বলেন,এখানে আজ সকাল ৯টা থেকে হয়বানির শিকার যেকোন ব্যাক্তি ১৩ মে বিকাল ৫টা পর্যন্ত আমাদের যেকোন বুথে তাদের অভিযোগ জমা দিতে পারবেন। আগামী ১৪ মে রবিবার সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমিতে অভিযোগের ভিত্তিতে স্ব-স্ব দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতে গনশুনানি অনুষ্ঠিত হবে।
