সাতক্ষীরা প্রতিনিধিঃ ভারতে পাচারে সময় সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে ১কোটি ৪১ লক্ষটাকার ১৪ পিস স্বর্ণের বারসহ জাহাঙ্গীর হোসেন (২৮)নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।শনিবার সকালে কলারোয়া উপজেলার কেড়াগাছি সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জাহাঙ্গীর হোসেন একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
সাতক্ষীরা বিজিবির অধিনায়ক কর্নেল আশরাফুল হক জানান,ভারতে সোনার একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন খবর পেয়ে বিজিবি একটি টিম কেড়াগাছি এলাকায় অভিযান চালায়।এসময় সীমান্তের দিকে যাওয়া একটি ব্যাটারিভ্যান সহ জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয় ।
পরবর্তীতে ভ্যানের ব্যাটারি বক্সের মধ্যে লুকিয়ে রাখা ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৬৩২ গ্রাম।যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি
৪২ লাখ টাকা। এব্যাপারে আসামীকে কলারোয়া থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। এছাড়া জব্দকৃত স্বর্ণের বারগুলো ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।

