শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় নতুন করে ৮জনের ডেঙ্গু সনাক্ত

আরো খবর

সাতক্ষীর প্রতিনিধিঃ সাীমান্ত জেলা সাতক্ষীরায় বেড়েছে নতুন করে ডেঙ্গুজ্বরের সংক্রমন।গত ২৪ঘন্টায় নতুন করে আরো ৮ জনের ডেঙ্গুজ্বর সনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট সনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৮৩ জন।
রবিবার (৬আগষ্ট) সকালে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের তত্ত্বাবধায় জয়ন্ত কুমার সরকার বিষয়টি নিশ্চিত  করেছেন। তিনি জানান, বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে ৪ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন, দেবহাটায় ১ জন, তালায় ১ জন, কালিগঞ্জে ৫ জন, কলারোয়ায় ৩ জন, শ্যামনগরে ২ জন এবং বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানে ২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।
এছাড়া সর্বশেষ ২৪ ঘন্টায় নতুন করে সনাক্ত রোগীদের মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, দেবহাটায় ১ জন, কলারোয়ায় ১ জন এবং বেসরকারী প্রতিষ্ঠানে ২ জন ভর্তি রয়েছেন । তিনি আরো জানান,এদের মধ্যে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৩৫ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৩৬ জন। ১২ জন রোগীকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে।তবে জেলা জুড়ে এখন পর্যান্ত কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।

আরো পড়ুন

সর্বশেষ