শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় পর্নগ্রাফি মামলায়  যুবক গ্রেফতার

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার পল্লীতে  এক তরুণীর   ছবি বিকৃত করে তাকে ব্লাকমেইলের অপরাধে পর্নগ্রাফি মামলায় মারুফ হোসেন বাপ্পী(২৬) নামে এক যুবককে গ্রেফতার  করেছে পুলিশ।শনিবার সকালে তাকে গ্রেফতারের পরে  দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।  মারুফ হোসেন বাপ্পী সদর উপজেলার  মুনজিতপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে।
সাতক্ষীরা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা  (তদন্ত) নজরুল ইসলাম জানান, কিছুদিন আগে মারুফ হোসেন বাপ্পী শহরের  নারকেলতলা এলাকার বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রীকে নানা ভাবে  বিরক্ত করে আসছিল। সম্প্রতি ওই ভুক্তভোগী  ছাত্রী  তার বিরুধে অভিযোগ দিলে তাকে আটক করা হয়। এর পরে তার মোবাইল  ফোন তল্লাশি করে দেখা যায়, বিভিন্ন নারীদের অশ্লীল ছবি ও ভিডিও উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায়  ভুক্তভোগী ছাত্রীর পিতার দায়ের করা পর্ণগ্রাফি  মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে  পাঠানো হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ