সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম মোশাররফ হোসেনকে পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার করেছে সাতক্ষীরা সদর থানাপুলিশ।
বুধবার রাত ১০টার সময় রেউই বাজারস্থ তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মোশাররফ হোসেন বাঁশদহা ইউনিয়নের রেউই বাজার এলাকার মৃত রজব আলীর ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের বহিস্কৃত সভাপতি।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, বাঁশদহা ইউনিয়নের সাবেক চেয়াম্যান মোশরাফ হোসেন একই ইউনিয়নের একটি মেয়েকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কু-প্রস্তাব ও নগ্ন ছবি পাঠিয়ে উত্তক্ত করে আসছিল। ফলে মেয়েটি বুধবার ২৮ ডিসেম্বর ২০২২ তারিখ রাত ৮টার দিকে নিজে বাদি হয়ে মোশাররফ হোসেন বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করে। এরই জের ধরে বুধবার রাত ১০টার দিকে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি অভিযানিক দল রেউই বাজারস্থ তার নিজ বাসা থেকে সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেনকে গ্রেফতার করে।

