সাতক্ষীরা প্রতিনিধিঃ যৌন উত্তেজক ঔষধ খেয়ে পুত্রবধুকে ধর্ষণের অভিযোগে শ্বশুরএরশাদ গাজীকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে তাকে যশোর জেলার খায়েরতলা নামক স্থান থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার এরশাদ গাজী কলারোয়া উপজেলার মৃত শরিয়ত উল্লাহ্ গাজীর ছেলে।শুক্রবার সকালে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র্যাব ।
সাতক্ষীরা র্যাব -৬কোম্পানি কমান্ডার মেজর গালিব হাসান জানান , মঙ্গলবার (২ মে) সকালে যৌন উত্তেজক ঔষধ খেয়ে নিজ পুত্রবধুর ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ভাবে ধর্ষণ করে এরশাদ গাজী। এসময় গৃহবধূর
চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ধর্ষক এরশাদ। পরে ঘটনার দিন রাতে শ্বশুর এরশাদ গাজীর বিরুদ্ধে কলারোয়া থানায় একটি ধর্ষণের মামলা করেন ভূক্তভোগী ওই নারী।
পরে র্যাব-৬ সাতক্ষীরা এবং যশোর ক্যাম্পের একটি টিম জানতে পারে আসামি এরশাদ গাজী যশোর সদর থানা এলাকায় আত্মগোপন করে আছেন। পরবর্তীতে বৃহস্পতিবার রাতে যশোর জেলার নতুন খয়ের তলা থেকে আসামীককে গ্রেপ্তার করা হয় । সকালে আসামীকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই র্যাব কর্মকর্তা।

