সাতক্ষীরা প্রতিনিধিঃ টানা হেঁচড়া আর মামলার মধ্য দিয়ে চলছে সাতক্ষীরা পৌর মেয়রের কার্যক্রম। আদালতের আদেশে পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর শেখ ফিরোজ হাসান ইতোমধ্যে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সচিব লিয়াকাত হোসেনের নিকট থেকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন। এদিকে পৌরমেয়র তাজকিন আহমেদ চিশতির দাবী মন্ত্রনালয়ের আদেশে তিনি স্বপদে বহাল রয়েছেন।
মেয়র তাজকিন আহমেদ চিশতি জানান, তিনি গত ২৭ জুলাই ২০২৩ তারিখে কারাগার থেকে মুক্তি পান এবং পূর্বের ন্যায় মেয়রের দায়িত্ব পালন করে আসছেন।এছাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দীন বিদেশে থাকায় আর্থিক কর্মকান্ডকে পরিচালনা করবে এমন নির্দেশনা চেয়ে গত ৩০ জুলাই মেয়র হিসেবে তার স্বাক্ষরিত একটি পত্র সচিব বরাবর পাঠানো হয়।সেই হিসাবে মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আরও জানান, প্রজ্ঞাপনে তিনি দায়িত্বভার গ্রহণ না করা পর্যন্ত প্যানেল মেয়র-১ কাজী ফিরোজ হাসানকে দায়িত্ব অর্পনের কথা বলা হয়েছে।
কিন্তু তিনি ২৭ জুলাই জেল থেকে মুক্ত হওয়ার পর থেকেই দায়িত্ব পালন করে আসছেন সে কারণে প্রজ্ঞাপনটির কার্যকারিতা শুরু হওয়ার পূর্বেই শেষ হয়েছে। বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে মৌখিকভাবে এবং লিখিতভাবে জানিয়েছেন বলে দাবী করেন তিনি।এদিকে প্যানেল মেয়র-১ কাজী ফিরোজ হাসান জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে গত ৩ আগস্ট ২০২৩ তারিখে তার উপর সাতক্ষীরা পৌরসভার মেয়রের দায়িত্বসহ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করা হয়েছে।
পরবর্তী একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এটি বাতিল না করা পর্যন্ত পৌরসভার স্বার্থেই তাকে দায়িত্ব পালন করতে হচ্ছে। যে কোন সময় তিনি নির্বাচিত মেয়রের কাছে দায়িত্ব ছেড়ে দিতে প্রস্তুত রয়েছেন বলে জানান তিনি।
প্রসঙ্গতঃগত ১৮ জুলাই ২০২৩ সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতি সাতক্ষীরায় রাষ্ট্রদোহী মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠায় । পরবর্তীতে গত ২ আগস্ট ২০২৩ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মেয়র তাজকিন আহমেদ চিশতি গ্রেপ্তার হওয়ায় দায়িত্ব পালনে অসমর্থ হওয়ায় তিনি স্বীয় দায়িত্বভার গ্রহণ না করা পর্যন্ত কাজী ফিরোজ হাসানকে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতাসহ মেয়রের দায়িত্ব অর্পন করেন।
সেই প্রজ্ঞাপন অনুযায়ী কাজী ফিরোজ হাসান গত ৩ আগস্ট ২০২৩ তারিখে সাতক্ষীরা পৌরসভার সচিব লিয়াকাত হোসেনের নিকট থেকে দায়িত্ব গ্রহণ করেন। এর আগেই একই ধরনের পরিস্থিতির উদ্ভব হলে বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত গড়ায়।
